
এবিএনএ : গুলিস্তানে হকার উচ্ছেদের সময় সংঘর্ষ চলাকালে অস্ত্রপ্রদর্শনকারী সাব্বির ও আশিকুরকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
সোমবার এক বিবৃতিতে বহিষ্কারের এ খবর জানায় ক্ষমতাসীন দলের এই ছাত্রসংগঠনটি। সাব্বির হোসেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র এবং আশিকুর রহমান ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হল।’
গত বৃহস্পতিবার ব্যবসায়ী ও হকারদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষের সময় প্রকাশ্যে তাদের অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়।
Share this content: