আমেরিকা

যুক্তরাষ্ট্রে ৫০ শহরে অভিবাসী আইনি সহায়তা কেন্দ্র

এবিএনএ : যুক্তরাষ্ট্রের ৫০টি শহরে নিজ দেশের নাগরিকদের কঠোর অভিবাসন প্রক্রিয়া থেকে রক্ষায় আইনি সহায়তা কেন্দ্র খুলেছে মেক্সিকো। ওইসব শহরে মেক্সিকোর দূতাবাসের শাখা থেকে এই কেন্দ্রগুলো বিনামূল্যে এই কার্যক্রম চালাবে। গত শনিবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারে এ কথা জানান। এদিকে আজ সোমবার নতুন করে ছয় মুসলিম দেশের বিরুদ্ধে অভিবাসনবিরোধী নিষেধাজ্ঞায় স্বাক্ষর করার কথা রয়েছে। মেক্সিকান পররাষ্ট্রমন্ত্রী শনিবার নিউইয়র্কের কনস্যুলেট ভবনে একটি আইনি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত মেক্সিকোর যেসব নাগরিক মনে করবেন তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাদেরকে নতুন আইনি কেন্দ্রগুলো বিনামূল্যে আইনি সহায়তা দেবে। এদিকে আগের সাত মুসলিম দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আদালতে আটকে যাওয়ার পর আজ নতুন করে একটি অভিবাসনবিরোধী নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষরের কথা রয়েছে। আগের আদেশে থাকা সাত দেশের মধ্যে ছয় দেশের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শুধু বাদ যাচ্ছে ইরাক।

Share this content:

Related Articles

Back to top button