যুক্তরাষ্ট্রে মে মাসে নতুন ৫ লাখ কর্মসংস্থান
এবিএনএ : যুক্তরাষ্ট্রে গত মাসে ৫ লাখ ৫৯ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। ওয়াল স্ট্রিটসহ যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদেরা এর চেয়ে অনেক বেশি কর্মসংস্থান হবে বলে আশা করেছিলেন। গত এপ্রিল মাস থেকে মে মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে। এপ্রিল মাসে ২ লাখ ৬৬ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল। নানা নাগরিক প্রণোদনা দেওয়ার পরে আশা করা হয়েছিল মে মাসে এর তিন গুণ কর্মসংস্থান হবে।
বিনিয়োগ প্রতিষ্ঠান এবারডিন স্ট্যান্ডার্ড ইনভেস্টসের উপপ্রধান অর্থনীতিবিদ জেমস ম্যাককেন বলেছেন, যুক্তরাষ্ট্রে মে মাসের কর্মসংস্থান রিপোর্ট আংশিক তথ্য দিয়েছে। এপ্রিল মাস থেকে মে মাসের কর্মসংস্থান বৃদ্ধির তথ্য বাইডেন প্রশাসনকে কিছুটা স্বস্তি দিয়েছে।
বাইডেন মে মাসের কর্মসংস্থান রিপোর্ট প্রকাশিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নতুন কর্মসংস্থানের সংখ্যা আমাদের জন্য সুসংবাদ। তাঁর প্রস্তাবিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। মার্কিন অর্থনীতি গতিশীল হবে।
Share this content: