
এবিএনএ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আইনে বলা হয়েছে সরকারি প্রজ্ঞাপন দিয়ে প্রয়োজনীয় সংখ্যক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থাপন করা যাবে। প্রত্যেক ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে বিচারক নিয়োগ করতে হবে। তবে কোনো জেলায় অতিরিক্ত জেলা জজ না থাকলে ওই জেলার দায়রা জজ নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে পালন করবেন।
তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অসংখ্য মামলা হলেও তা বিচারের মাধ্যমে নিষ্পত্তির ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হচ্ছে। ফলে মামলার সংখ্যা দিন দিন বাড়ছে। দ্রুত বিচার নিস্পত্তিসহ মামলার আসামিকে দ্রুত সাজা দিতে এ আইনটি করা হয়েছ।
সচিব বলেন, আইনের ৫৫টি ধারার মধ্যে ২২টি ধারায় সংশোধন আনা হয়েছে। এ আইনটি পাস হলে সংশ্লিষ্ট দায়রা জজ, মহানগর দায়রা জজ তাদের এখতিয়ার সম্পন্ন এলাকার জন্য কেবল মাদকদ্রব্য অপরাধের বিচারের জন্য এক বা একাধিক আদালত নির্দিষ্ট করতে পারবেন। এ আইনের ফলে মাদক অপরাধের মামলা দ্রুত নিষ্পত্তি হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার বলেন, ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মামলা রয়েছে।
Share this content: