এবিএনএ: আগামী সপ্তাহেই স্টার ওয়ার্ল্ডের আলোচিত টক শো ‘কফি উইথ করণ’-এ দেখা যাবে সাইফ আলি খান ও তার প্রথম স্ত্রীর মেয়ে সারা আলি খানকে। আর তার প্রোমোতেই ধরা পড়েছে এক অস্বস্তিকর মুহূর্ত।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপে দেখা গেছে, স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে শোওয়ার ঘরে কী করেন তা বলতে গিয়ে নিজের মেয়েকেই ভয়ঙ্কর অস্বস্তিতে ফেললেন সাইফ।করণ জোহর যখন কারিনার সেক্সি জিম লুক নিয়ে কথা বলছেন, তখন সাইফ বলে ওঠেন, ‘এটা তো আমি আরও কাছ থেকে দেখতে পাই আমার শোওয়ার ঘরে।’ এই কথা শুরু হতেই মেয়ে সারা হাত দিয়ে কান চেপে ধরেন। বাবা-মায়ের সেক্স লাইফের কথা যে তিনি শুনতে চান না, তা বুঝিয়ে দেন।তবে করণ জোহর না থেমে সাইফকে জিজ্ঞাসা করেন, ‘মানে ও যখন জিমে যায়, তখন তুমি ওকে মাপো?’ সাইফ এর উত্তরে বলেন, ‘হ্যাঁ, ও (কারিনা) যাওয়ার সময়ে ও আসার সময়ে।’ করণের তখন বিষম খাওয়ার অবস্থা। আর মেয়ে সারা কান হাত চাপা দিয়েই বসে ছিলেন।’
#SaifAliKhan breaking #DadStereotypes in style. #KoffeeWithKaran #KoffeeWithSaif #KoffeeWithSara pic.twitter.com/nFU84C0Q0U
— Star World (@StarWorldIndia) November 11, 2018