এবিএনএ : শনি ও রোববার চলে বাফুফের নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদে মোট ৬১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিনে মোট ১১ জন তাদের মনোনয়নপত্র তুলে নেয়। বিভিন্ন পদের জন্য এখনো ৫০ জন লড়াইয়ে আছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সালাম মুর্শেদী।
আজ বুধবার সিনিয়র সহ-সভাপতি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। তাদের পর সরে দাঁড়ান আরেক প্রার্থী দেওয়ান শফিউল আরেফীন টুটুলও।
ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনপ্রিয় মুখ আব্দুস সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন।
মূলত মনোনয়ন প্রত্যাহারের কাজটি সমঝোতার মাধ্যমে হয়েছে।