,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

এবিএনএ : বিশ্ববাজারের সঙ্গে সঙ্গে অবশেষে কমেছে জ্বালানি তেলের দাম। পেট্রোল-অকটেনে ১০ টাকা এবং ডিজেল-কেরোসিনে ৩ টাকা কমেছে। রবিবার দিবাগত মধ্যরাত থেকে ওই দামে বিক্রি করছে ফিলিং স্টেশনগুলো।

দুই একটি ছাড়া প্রায় সবক’টি ফিলিং স্টেশন নতুন মূল্যে গাড়িতে পেট্রোল-অকটেন ও ডিজেল বিক্রি করছে।

আগের লিটার প্রতি ডিজেল ও কেরোসিন ৬৮ টাকা, পেট্রোল ৯৬ টাকা, অকটেন ৯৯ টাকা ছিল। এখন থেকে নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন ৬৫ টাকা এবং পেট্রোল, অকটেন যথাক্রমে ৮৬ ও ৮৯ টাকায় পাওয়া যাবে।

মধ্যরাতে রাজধানীর মিরপুর ও মহাখালীসহ সব সময় খোলা থাকে এমন ফিলিং স্টেশনগুলোতে নতুন মূল্যে কম দামে পেট্রোলে ডিজেল কিনতে গাড়ির ভিড় দেখা গেছে।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited