এবিএনএ : বিশ্ববাজারের সঙ্গে সঙ্গে অবশেষে কমেছে জ্বালানি তেলের দাম। পেট্রোল-অকটেনে ১০ টাকা এবং ডিজেল-কেরোসিনে ৩ টাকা কমেছে। রবিবার দিবাগত মধ্যরাত থেকে ওই দামে বিক্রি করছে ফিলিং স্টেশনগুলো।
দুই একটি ছাড়া প্রায় সবক’টি ফিলিং স্টেশন নতুন মূল্যে গাড়িতে পেট্রোল-অকটেন ও ডিজেল বিক্রি করছে।
আগের লিটার প্রতি ডিজেল ও কেরোসিন ৬৮ টাকা, পেট্রোল ৯৬ টাকা, অকটেন ৯৯ টাকা ছিল। এখন থেকে নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন ৬৫ টাকা এবং পেট্রোল, অকটেন যথাক্রমে ৮৬ ও ৮৯ টাকায় পাওয়া যাবে।
মধ্যরাতে রাজধানীর মিরপুর ও মহাখালীসহ সব সময় খোলা থাকে এমন ফিলিং স্টেশনগুলোতে নতুন মূল্যে কম দামে পেট্রোলে ডিজেল কিনতে গাড়ির ভিড় দেখা গেছে।