এবিএনএ : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়।
এতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা অংশ নেয়। সকাল ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে অবরোধ চলছে।
একই সঙ্গে তনু হত্যার বিচারের দাবিতে আজ আধা বেলা হরতাল পালন করছে বিভিন্ন ছাত্র সংগঠন।