এবিএনএ : গাজীপুর কাশিমপুর কারাগারের মূল ফটকে রুস্তম আলী নামে এক কারারক্ষীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নারী কারাগারের প্রধান কারারক্ষী ছিলেন। সম্প্রতি তিনি পিআরএলে আছেন। আজ সোমবার সকালে কারাগারের আরপি গেট থেকে কিছুটা দূরে এ ঘটনা ঘটে। আজ সোমবার বেলা ১১টায় এই ঘটনা ঘটলেও রিপোর্ট লেখা পর্যন্ত কারাগারের কেউই এই বিষয়ে বক্তব্য দেননি।