জাতীয়

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, একদিনে নতুন ভর্তি ৬৮৫ রোগী

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক, চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫০ জনে, হাসপাতালে ভর্তি প্রায় ৩৮ হাজার রোগী

এবিএনএ:  দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৮৫ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে শুধু ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৪ জন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১২২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনায় ৩৫ জন, রাজশাহীতে ৩৯ জন, বরিশালে ১২৫ জন, ময়মনসিংহে ২১ জন, রংপুরে ছয়জন এবং সিলেটে চারজন ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগীর সংখ্যা ও মৃত্যুর হার বাড়তে থাকায় সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা এখন জরুরি হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button