এবিএনএ: তারকাদের সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ নিয়ে ভক্তদের আলাদা একটি আগ্রহ থাকে। বিষয়গুলো তাই অধিকাংশ তারকাই ‘ব্যক্তিগত ব্যাপার’ বলে এড়িয়ে যান। কেউ বা আবার রাখঢাক না রেখে স্বেচ্ছায় জানান দেন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর হালহকিকত। সেই পথেই হাঁটলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। গত ১ আগস্ট ব্যক্তিগত টুইটার ও ইনস্টাগ্রামে দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানান। ২০১৪ সালে সাহিল সংঘের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিয়া। এর আগে প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করেছেন দুজনে। এবার জানা গেলো নতুন খবর।
সাহিলের সঙ্গে আলাদা হওয়ার ঘোষণার পক্ষকাল না যেতেই প্রেমের গুঞ্জনে শিরোনাম হলেন দিয়া মির্জা। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘কাফির’ সহ-অভিনেতা মোহিত রায়নার সঙ্গে প্রেম করছেন দিয়া। যদিও এ বিষয়ে এখনও মুখ খুলেননি দিয়া ও মোহিত।