আমেরিকা

ট্রাম্পের জন্য কাজ করছেন পুতিন?

এ বি এন এ : অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে আড়ালে কলকাঠি নাড়ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই সম্ভাবনাকে উড়িয়ে দেননি প্রেসিডেন্ট বারাক ওবামাও। মঙ্গলবার তিনি বলেছেন, ট্রাম্পের দিকে ঝুঁকে পড়তে পারেন প্রেসিডেন্ট পুতিন।

ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির ইমেইল ফাঁস হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন, এ বিষয়ে শক্তিশালী প্রমাণ রয়েছে যে, হ্যাকারদের পেছনে রাশিয়ার গোয়েন্দা সংস্থার হাত রয়েছে।

এ সম্পর্কে ওবামা বলেন, ‘যেকোনো কিছুই সম্ভব।’ পুতিন কি হিলারি ও ট্রাম্পের মধ্যকার নির্বাচন ঘিরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাম্প একাধিকবার পুতিনের প্রশংসা করেছেন। আমি মনে করি, রাশিয়ায় সুবিধাজনক কাভারেজ পেয়েছেন ট্রাম্প।

মঙ্গলবার এ কথা বলেন ওবামা। এর আগে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের কয়েক দিন হাতে থাকতে শীর্ষ নেতাদের ইমেইল ফাঁস হয় অনলাইনে। এ নিয়ে ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিতর্ক শুরু হয় এবং দেখা দেয় বিভক্তি। যার প্রভাব পড়ে সম্মেলনের প্রথম দিনে। অবশ্য বিষয়টি বার্নি স্যান্ডার্সের অনাপত্তির কারণে এখন প্রায় ঢাকা পড়ে গেছে।

ইমেইল ফাঁস নিয়ে প্রাথমিক তদন্তে এফবিআই কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। তদন্তে নেমেছে সিআইএ। বিষয়টি কিছু দিনের মধ্যে পরিষ্কার হওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button