এবিএনএ : ২০১২ সালে ‘এক দিওয়ানা থা’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় এ্যামি জ্যাকসনের। এরপর একে একে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। পাশাপাশি কয়েকটি তামিল ছবিতেও কাজ করেন। তবে চলতি বছর তিনি সর্বাধিক আলোচিত হয়েছেন ‘২.০’ ছবিতে কাজ করে। বলিউডের ইতিহাসের সবচাইতে বড় বাজেটের এ ছবিতে এ্যামিকে দেখা যাবে রজনীকান্তের বিপরীতে অভিনয় করতে। ছবিতে আরো রয়েছেন অক্ষয় কুমার। এটি মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে। তবে ছবি মুক্তির আগেই নতুন করে আলোচনায় এলেন এ্যামি। সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের একটি টপলেস ছবি প্রকাশ করেছেন তিনি। আর এর মাধ্যমে অনলাইন দুনিয়ায় ভালোই উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে শরীরের উপরের অংশে কোন ধরনের পোশাকই পড়েননি তিনি। কেবলমাত্র হাত দিয়ে নিজের গোপন অঙ্গ জড়িয়ে ধরে পেছনের তাকিয়ে পোজ দিয়েছেন। অনেকেই মনে করছেন ছবি মুক্তির আগে প্রচারনার একটি অংশ হিসেবেই এ্যামি এমনটা করে থাকতে পারেন। আবার অনেকে বলছেন এ্যামি এমনই। সব সময়ই নতুন কিছু করে বিতর্ক তৈরি করাটা তার স্বভাব।