এবিএনএ : যুক্তরাষ্ট্রের সাউথজার্সী মেট্টো আ’লীগ আজ বুধবার আটলান্টিক সিটির আওয়ামীলীগ কার্যালয়ে দুর্ণীতি বাজ খালেদা জিয়া অরফানেজ মামলার রায় নিয়ে তারেক ও খালেদার চক্রান্তের বিরুদ্ধে এক সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি সিরাজুদ্দৌলা ভুইয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মহম্মদ শাহিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি পলাশ চৌধুরী, উপদেষ্টা রেজাউল ইসলাম খালিদ, সহসভাপতি সফিক রহমান, আজয় চক্রবর্তী, বিরেন শিকদার, যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল, দপ্তর সম্পাদক রুবায়েত হোসেন, মহিলা সম্পাদিকা শাহিনা আক্তার, সদস্য মুনি, সুকলা, সুলতানা, মিনু আক্তার, রোজিনা, সেলিনা, নারগিস, বিলকিস, মারুফা আক্তার, ডালিয়া, সাবেরা, মিদুল, সূজন দাস, প্রমুখ। সংগঠনের মূখপাত্র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল বলেন বাংলাদেশ কে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে ৭১ এর পরাজিত শত্রুরা এক যোগে উঠে পড়ে লেগেছে। এ মামলা কোন রাজনৈতিক মামলা না। এটা একটি দূর্ণীতি মামলা ব্যাক্তির বিরুদ্ধে এতিমের টাকা মেরে খাওয়ার মামলা। মা ও ছেলে দেশটাকেই খেয়ে ফেলতে চেয়েছিল কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। পরে তিনি বলেন খালেদার লজ্জা নাই থাকলে আত্তহত্যা করতেন। শওকত শিমুল আরো বলেন দেশে ও বিদেশে যে কোন নাশকতার চেষ্টা করলে আ’লীগ নেতা কর্মীরা দাত ভাংগা জবাব দিবে। লন্ডনে বঙ্গবন্ধুর ছবি নিয়ে যে অবমাননাকর কাজ করেছেন এর প্রতিশোধ অবশ্যই বাংলার মুজিব প্রেমিক মানুষেরা নিবে। তিনি যুক্তরাষ্ট্রের সকল আ’লগের নেতা কর্মীর উদ্দেশ্য বলেন আসুন আজ আর ঘরে বসে থাকবার সময় নাই সকলে এক যোগে যুক্তরাস্ট্র আ’লগের পাতাকা তলে যোগ্য নেতা ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে কাধে কাধ মিলিয়ে রাজাকার আবদর আলসামস আর পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নকর্মীদের বিরুদ্ধে দেশ বিদেশে আমজনতা কে সাথে নিয়ে রুখে দারায়। উপস্থিত নেতৃবৃন্দ সবাই একসঙ্গে আগামী নির্বাচনকে সামনে রেখে ড. সিদ্দিকুর রহমানের সাংগঠনিক কর্মকান্ডের প্রতি সম্মান করে এক সপথ বাক্য পাট এর মাধ্যমে সমাবেশের পরিসমাপ্তি করেন।