জাতীয়বাংলাদেশলিড নিউজ

সম্মেলনের নিরাপত্তায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি

এবিএনএ : আওয়ামী লীগের সম্মেলনস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মঞ্চ ও এর আশপাশের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, এই সম্মেলনকে ঘিরে ব্যপক আয়োজন করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামারার নজরদারিতে রাখা হবে। এক কথায় সম্মেলনের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, সারা শহরে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সম্মেলনস্থলে ডিএমপি কমিশনারসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থেকে পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রন করবেন।

শহীদুল হক বলেন, সম্মেলনে ৫২ জন বিদেশি উপস্থিত থাকার কথা রয়েছে। তারা কে কোন পথে যাতায়াত করবেন সে বিষয়ে দলীয়ভাবে ও পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় সাধারণ জনগণের চলাচল প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সারাদিন ভিভিআইপি, ভিআইপিরা চলাচল করবেন না। তারা চলাচল যখন করবে তখন গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাকি সময় স্বাভাবিক থাকবে।

উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

Share this content:

Related Articles

Back to top button