এবিএনএ: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ছাড়তে বলেছিল নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট কেন্দ্রে ভোট দিয়ে এ প্রসঙ্গে কথা বলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘আমি সরকারের কোনো পার্ট না। আমি একজন সংসদ সদস্য। যেহেতু আমি সরকারের অংশ নই, সুতরাং আমি থাকতেই পারি। ’
তাকে চিঠি দিয়ে সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) ভুল করেছেন বলেও জানান কুমিল্লা আসনের এই সংসদ সদস্য (এমপি)। তিনি বলেন, ‘সিইসির কর্মকর্তারা এভাবে একজন সংসদ সদস্যকে চিঠি দিয়ে সম্মানহানি করতে পারেন না। যে চিঠি আমাকে দেওয়া হয়েছে তা সংসদ সদস্যদের তৈরি করা আইনে নয়, সেটা নির্বাচন কমিশনের আইনে করা। আমি এটা নিয়ে হাইকোর্টে রিট করেছি। সংসদেও কথা বলব। এটা পরিবর্তন করাব।’
নির্বাচন প্রসঙ্গে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘প্রশাসনের অতি উৎসাহী কয়েকজন কর্মকর্তা ভোটার আইডি কার্ড দিয়ে ভোট দিতে দিচ্ছেন না। তারা স্লিপ আনতে বলছেন। স্লিপ আবার কি! আমি ভোটার, আইডি কার্ড আমার পরিচয়। তবে নির্বাচনের পরিস্থিতি খুবই শান্ত।’