এবিএম: চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স এলামনাই এসোসিয়েশন অব নিউজার্সীর আহবায়ক কমিটি এবং বিশ্ববিদালয়ের প্রাক্তন এলামনাইদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ৮ জানুয়ারী,২০২২ আটলান্টক সিটির ১৪২ কাবাব হাউজ রেষ্টুরেন্টে। সভায় উপস্থিত ছিলেন সিরাজ ভূইয়া, মোহাম্মদ শহীদ খান, কাঞ্চন বল, কাজী শহিদুল ইসলাম লিটন, এবিএম শহিদুল্লাহ, মীর মোশারেফ হোসাইন , আকবর হোসাইন, আবদুর রউফ খাদেমী, রেজাউল খন্দকার, করিম আসিফ চৌধুরী, মোহাম্মদ বাবর খাদেমী, দূর্জয় শংকর ভৌমিক, মোঃ মাহমুদ শাহ, পুলক দাস এবং রতন সেন গুপ্ত। মতবিনিময় সভায় আহবায়ক কমিটির সদস্য আকবর হোসাইন,মীর হোসাইন, কাজী লিটন এবং এবিএম শহিদ উল্লাহ পূর্ববর্তী সভার আলোচনার বিষয়বস্তূ এবং গৃহিত সিদ্ধান্তের ব্যাপারে উপস্থিত সকলকে অবহিত করেন। অপর দই সদস্য ইশরাত জাহান আইভী যুক্তরাষ্ট্রের বাহিরে এবং ফারুক তালুকদার চাকুরী থেকে ছুটি না পাওয়ায় উপস্থিত থাকতে পারেননি। এরপর শুরু হয় উপস্থিত সকলের সংক্ষিপ্ত পরিচিতি পর্ব।সভার সবছেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল এসোসিয়েশনের নাম নিয়ে সিদ্ধান্ত গ্রহন।যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন থাকলেও মাস্টার্স এলামনাই এসোসিয়েশন না থাকায় নাম করনের ব্যাপারে কয়েকজন সদস্যের ভিন্ন মতামত থাকায় প্রায় দুই ঘন্টা ব্যাপী আলোচনার পর উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এসোসিয়েশনের নামকরন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স এলামনাই এসোসিয়েশন অব নিউজার্সী করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।এরপর আহবায়ক কমিটি কতৃক প্রস্তুতকৃত সংবিধান নিয়ে চুলচেরা বিশ্লেষন শেষে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়। বর্তমানে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র অনার্স কোর্স সম্পন্ন করেছেন এধরনের কোন সদস্য না থাকায় মাষ্টার্স শব্দটি এসোসিয়েশনে সংযোজনে কোন দ্বিমত ছিলনা। তবে ভবিষ্যতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনের অধিক অনার্স ডিগ্রিধারী প্রাক্তন ছাত্রের এসোসিয়েশনের সদস্য হওয়ার আবেদন পাওয়া গেলে দুই তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের জন্য বিধান রাখা হয়েছে এবং সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স এলামনাই এসোসিয়েশন অব নিউজার্সীর সদস্য হওয়ার জন্য চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন কোন কলেজ থেকে নয় শুধুমাত্র চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অর্ন্তভুক্ত যে কোন অনুষদ থেকে অনার্স অথবা মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। আলোচনায় বলা হয় শতাধিক লোকের সমাবেশ না ঘটিয়ে শিক্ষাজীবনে হাজারো ছাত্রের প্রতিযোগিতার মধ্যে যারা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে অন্তত একটি সার্টিফিকেট নেয়ার সুযোগ পেয়েছিলেন সেসকল এলামনাইদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সোহার্দপূর্ন্য সম্পর্ক স্থাপন , ভাবমূর্তি সমুন্নত রাখা এবং সেতুবন্ধন তৈরীই হচেছ এসোসিয়েশনের মূল লক্ষ্য। সবশেষে ছিল আহবায়ক কমিটি বাতল করে ১৩ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠনের জন্য সকলের মতামত নেয়া হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি,সাধারন সম্পাদক, যুগ্ন-সাধারন সম্পাদক, দুইজন সহ-সভাপতি এবং সাংগাঠনিক সম্পাদক পদে সিলেকট করা হয় সভাপতি আকবর হোসাইন, সহ-সভাপতি পূলক দাস এবং কাজী শহিদুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক মীর হোসাইন, যুগ্ন-সাধারন সম্পাদক এবিএম শহিদুল্লাহ এবং সাংগাঠনিক সম্পাদক মোহাম্মদ মাহমুদ শাহ। অবশিষ্ঠ পদ পূরনে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়ার জন্য সকলের পক্ষ্ থেকে অনুরোধ জানানো হয়। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স এলামনাই এসোসিয়েশন অব নিউজার্সীর অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন বিশ্বনাথ চৌধুরী, আবদুর রফিক, মোঃ ইকবাল হোসাইন, জাহাঙ্গীর ভূইয়া, আবদুর রহিম, দীপংকর মিত্র, জয় চৌধুরী, মোহাম্মদ মামুন, লিপি, নিজাম খান, বাসু দেব, বিপ্লব তালুকদার, রুপন মল্লিক, সজল চক্রবর্তী এবং চন্দন রায়।
Share this content: