
এবিএনএ : ইংরেজি মাধ্যমের স্কুলের ওপর সাড়ে ৭ শতাংশ হারে আরোপিত ভ্যাট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. মুজিবর রহমান মিয়া সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী শাহদীন মালিক বলেন, জানুয়ারি মাস থেকে ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের নিকট থেকে আর কোনো ভ্যাট আদায় করা যাবে না। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সানিডেল ও সানবিম স্কুলের দুই শিক্ষার্থীর অভিভাবকরা ইংরেজি মাধ্যমের স্কুলের ওপর ভ্যাট আরোপে নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট দায়ের করেন।
ওইদিন হাইকোর্ট ভ্যাট আদায় ৬ মাসের নিষেধাজ্ঞা দেয়। একইসঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলের ওপর সরকারের ভ্যাট আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আদালত রুল জারি করে। রিটে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষাসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছিলো।
Share this content: