গোপালগঞ্জের ঘটনার পর খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
খুলনায় সার্কিট হাউজ ও হোটেলে অবস্থান নিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা, রাতেই হতে পারে প্রেস ব্রিফিং


এবিএনএ: গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ ও উত্তেজনার পর, দলের কেন্দ্রীয় নেতারা গাড়িবহরসহ খুলনায় পৌঁছেছেন।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে এনসিপির শীর্ষ নেতাদের বহর খুলনা শহরে প্রবেশ করে। এর মধ্যে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারা অবস্থান নিয়েছেন খুলনা সার্কিট হাউজে। অন্যদিকে, আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম একটি হোটেলে উঠেছেন বলে জানা গেছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন জানান, খুলনায় অবস্থানরত কেন্দ্রীয় নেতারা রাত সাড়ে নয়টার দিকে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে পারেন। তবে তারা আজ রাতেই খুলনায় অবস্থান করবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এনসিপির এই চলমান সফর ও প্রেস ব্রিফিং ঘিরে খুলনা শহরের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। গোপালগঞ্জের ঘটনার পর দলের শীর্ষ পর্যায়ের নেতারা খুলনায় উপস্থিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীরাও সরব হয়ে উঠেছেন।
👉 এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি এবং রাতের প্রেস ব্রিফিংয়ে দলীয় অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলেই ধারণা করা হচ্ছে।