এবিএনএ : গনভবনে ইফতার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। গতকাল ঢাকায় বিভিন্ন স্তরের ভিআইপিদের জন্য আয়োজিত ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ থেকে কয়েক মিলিয়ন ডলার ক্লিনটন ফাউন্ডেশনে দান করার বিষয়ে আমেরিকান সিনেট ড.ইউনুস ও হিলারী ক্লিনটনের বিরুদ্ধে যে তদন্ত কমিটি গঠন করেছে সে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন ।যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান । এসময় প্রধানমন্ত্রী বলেন, ড. ইউনুস ক্লিনটন ফাউন্ডেশনে যে টাকা দিয়েছেন এই তদন্ত কমিটি গঠনই তা প্রমান করে। তিনি বলেন, ড.ইউনুস পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নেও টাকা না দিতে হিলারী কে দিয়ে বিভিন্ন নীল নকশা প্রনয়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এসময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন,দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে যারা বিদেশের মাটিতে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কারণ তারা কোন সময়ই দেশের ভাল কিছু চাই না। এছাড়াও প্রধানমন্ত্রী প্রবাসের সংগঠনগুলোকে আরও বেশি সচ্ছার ও দেশের ভাবমূর্তি যারা বিদেশের মাটিতে নষ্ট না হয সেদিখে খিযাল রাখতে হবে আর যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী এসময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সাথে বিষয় নিয়ে আলাপ করেন ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মীদের খোঁজ খবর নেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি এসময় সম্প্রতি ঘোষিত স্বরনকালের সর্ববৃহৎ বাজেট প্রণয়নে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। উল্লেখ্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে হিলারীকে সমর্থন জানিয়ে ড. ইউনুস ক্লিনটন ফাউন্ডেশনে কয়েক মিলিয়ন ডলার প্রদান করেছেন বলে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। যার পেক্ষিতে যুক্তরাষ্ট্র সিনেট এই তদন্ত কমিঠি গঠন করে। বিষয়টি সম্প্রতি মিডিয়ায় আসলে এনিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে।