আমেরিকাফিচারলিড নিউজ

আমেরিকা না চিন?

শেখ শওকত আলী শিমুল

রেমিট্যান্সে এক নম্বর

রপ্তানিতেও এক

ইনভেস্টমেন্টেও এক নম্বর

করে দেখুন চেক!

রোহিঙ্গাদের উন্নয়নেও

বেশ অবদান তার,

আমেরিকার বিদ্বেষী ভাব

মদদ পিছে কার?

বিনা মূল্যে কোভিড টিকার

কে মিটাবে দায়?

মেধাবীদের শিক্ষা সুযোগ

বলুন কোথায় পায়?

আই,এম,এফ ও বিশ্ব ব্যাংকে

জোগায় কার ঋণ?

উন্নয়নের সহযোগী –

হবে কী আর চিন?

চিনের প্যাঁচে ভুখা-নাঙ্গায়

আজকে পাকিস্তান,

ভেবে চিন্তে বলুন কথা

ভালোই যদি চান!

দেশের ভালো সবার আগে

ভালোবাসুন দেশ,

নইলে যাবেন আস্তাকুঁড়ে

সন্দেহ নাই লেশ!

একশ বছর পরেও এমন

মিলবে কোথায় দেশ?

বিকল্প নেই আমেরিকার

এটাই কথা শেষ।

Share this content:

Back to top button