এবিএনএ : বলিউডে আইটেম গানে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন উর্বশী রাউটেলা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ছবি দিয়ে আলোচনায় এসেছেন তিনি। ছবিতে খোলা শরীরে উষ্ণতা ছড়িয়েছেন তিনি। ছবি শেয়ারিংয়ের মাধ্যম ইনস্টাগ্রামে ওই ছবি পোস্ট করে উর্বশী লিখেছেন, ‘আমি চাই আমাকে কেউ এভাবেই দেখবে, যেভাবে আমি চকোলেট কেককে দেখি!’
ছবিতে দেখা যাচ্ছে, স্কিন হাগিং কালো গাউনে শরীর জড়িয়ে রাখলেও তার বেশিরভাগ অংশই প্রায় উন্মুক্ত। এই পোশাকে নিজেকে চকোলেট কেক বলেই উল্লেখ করেছেন উর্বশী।
এর আগেও খোলামেলা ছবি ও বিতর্কিত মন্তব্য করে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন উর্বশী। ‘মাস্তি’ ছবির সিক্যুয়েল ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’তে অভিনয় করেছেন উর্বশী। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। ২০১৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন উর্বশী।