এবিএনএ: বছরের শেষদিকে যেন গান প্রকাশের হিড়িক পড়েছে। সেই স্রোতে এলো আরও এক নতুন গান ‘প্রেমেরই ছোঁয়া’। আতিক শামস ও ঝরা মডেল হয়েছেন গানটিতে। এতে কন্ঠ দিয়েছেন আতিক শামস ও তনুশ্রী রয়। গানের শিরোনাম ‘প্রেমেরই ছোয়া’। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গানটি এস এস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। গানটির ভিডিও নির্মাণ করেছেন ওসমান মিরাজ। এই গান নিয়ে শিল্পী বলেন, ‘বিলিয়ান বিপুর কথায় এবং আবিদ রনির সুরে গানটি গেয়েছি। হৃদয় ছোঁয়া একটি গান হয়েছে। আশা করছি এটি ভালো লাগবে সবার।’ রোহান ও বেলালের কোরিওগ্রাফিতে গানের ভিডিওটির চিত্রগ্রহন করেছেন মেহেদি রনি।