এবিএনএ: বিশ্বব্যাপী গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। একই দিনে ঢাকার বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ারে স্টার সিনেপ্লক্সেও মুক্তি পায় ছবিটি। ছবিটি ঘিরে বাংলাদেশের দর্শকদের ছিল বাড়তি উন্মাদনা।
ছবিটির টিকেটের জন্য বৃহস্পতিবার ভোর থেকে বসুন্ধরা সিটির সামনে জমায়েত হয় শত শত দর্শক। একটি টিকেটের জন্য শুরু করে হুড়োহুড়ি, শত শত লোক টিকেটের জন্য দৌড়ে যায় বসুন্ধরা সিটিতে। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল। সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে ভিডিওটি সংযুক্ত করেছে।
খবরে বলা হয়েছে, ঢাকার শত শত মানুষ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ টিকেটের জন্য সিনেমা হলের দিকে দৌড়াচ্ছে। কেউবা পানির মধ্য দিয়ে দৌড় দিচ্ছে, আবার কেউ ‘উঁচু স্থান’ টপকিয়ে টিকেট পেতে দৌড়াচ্ছে। দৌড়ে গিয়ে লাইনে টিকেটের জন্য দাঁড়াচ্ছে।