,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

অবশেষে ৫০০ গোলের বিরল মাইলফলকে মেসি

এবিএনএ : অবশেষে ৫০০ গোলের বিরল মাইলফণক স্পর্শ করলেন লিওনেল মেসি। স্প্যানিশ লা-লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে দলের পক্ষে একমাত্র গোলটি করে এই কৃতিত্ব দেখালেন তিনি। তবে তার গৌরবের এই দিনে বার্সেলোনা হেরেছে ২-১ গোলে। এদিনের আগে ক্লাবের হয়ে সর্বশেষ তিনি গোল দেখেছিলেন ১৬ই মার্চ। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে আর্সেনালের বিপক্ষে ওই গোলটির পর ছিলেন মলিন।

এরপর ৩০শে মার্চ দেশের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে পেনাল্টিতে করেন একটি গোল।সেটি ছিল দেশের হয়ে তার ৫০তম গোল। আর সব মিলিয়ে ক্যারিয়ারের ৪৯৯তম। ফুটবলের দর্শকরা তখন থেকেই অপেক্ষায় মেসির ৫০০তম গোলের।

কিন্তু একের পর এক হতাশ করে যান আর্জেন্টাইন এ স্ট্রাইকার। ১৮ দিনে টানা ৫ ম্যাচ ও ৫১৫ মিনিট ছিলেন গোলশূন্য। বিরল এ মাইলফলকের সামনে এসে পড়েন গোলখরায়। সর্বশেষ তিনি এমন গোলহীন ছিলেন ২০০৮ সালে। তবে শেষ পর্যন্ত তিনি ৫০০তম গোল করলেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে। এতে বার্সেলোনার হয়ে ৫২১ ম্যাচে ৪৫০ ও আর্জেন্টিনার হয়ে ১০৭ ম্যাচে তার গোল ৫০। তার ৫০০ গোলের ৫১ শতাংশ অর্থাৎ ২৫৪ গোল এসেছে নিজেদের মাঠে।

মেসির ৫০০ গোল
* ক্লাব ও দেশের হয়ে ৫০০ গোল পূর্ণ করতে মেসি সময় নিলেন মোট ১১ বছর।
* ২০০৫ সালের মে মাসে মোটে ১৭ বছর বয়সে প্রথম গোলটি করেছিলেন তিনি।
* ৫০০ এর মধ্যে ৪০৭টি গোলই তিনি করেছেন বাঁ পায়ের শটে। ৭০টি ডান পা আর ২১টি করেছেন হেড থেকে। এছাড়া শরীরের অন্য
অংশ থেকে গোল এসেছে দুটি।
* ক্লাব ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে বার্সেলোনার হয়ে লা লিগায় তিনি করেছেন সর্বাধিক ৩০৯টি গোল। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগে ৮৩টি,
কোপা দেল রে’তে তার গোল ৩৯।
* নিজ দেশ আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রয়েছে তার ২৭টি গোল, বিশ্বকাপের বাছাইপর্বে ১৫ ও বিশ্বকাপে ৫ গোল ছাড়াও
কোপা আমেরিকায় রয়েছে তিনটি গোল।
* একই ম্যাচে তিনের অধিক গোল করেছেন ৩৮ বার। এর মধ্যে ৩৩টি হ্যাটট্রিক, চার গোল চারবার ও এক ম্যাচে করেছেন ৫
গোল। এছাড়া এক ম্যাচে দুই গোল ৯৮ বার আর ১ গোল করেছেন ১৮৪ বার।
* লা-লিগায় সবচেয়ে বেশি ২৫ গোল করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার বিপক্ষে।
* এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ৯১ গোল করেন ২০১২ সালে।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited