এ বি এন এ : সালমান খানের টিউবলাইট সিনেমার শুটিং কয়েক সপ্তাহ পূর্বে শুরু করা হয়েছে। কিন্তু কবির খান সালমান খানের দৃশ্য নেই সিনেমার এমন কিছু অংশ রেকর্ড করা শুরু করেছেন। অপরদিকে সালমান বিগ বসের শুটিং করা শেষ করেছেন। কিন্তু নায়িকা কে হবে সে নিয়ে ছিল জল্পনা-কল্পনা।
আজ সালমান শুটিং এ কাজ শুরু করেছেন। সেই সাথে তার নায়িকার চেহেরাও দেখানো হয়েছে। এবার সালমানের বিপরীতে নায়িকা সুদূর চীন থেকে এসেছে। তার নাম জু জু। তিনি আন্তর্জাতিক বিভিন্ন সিনেমায় কাজ করেছেন।
টিউবলাইট সিনেমায় ১৯৬২ সালের ইন্দো-সিনো এর যুদ্ধের কাহিনি দেখানো হবে। তাই সেখানে বিদেশী মেয়ে লাগবে। জু জু সারা বিশ্বে অনেক পরিচিত মুখ। তাই কবির খান সিনেমার কাজে তাকে পছন্দ করেন। আগস্টের ৮ তারিখ থেকে সে ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।