জাতীয়বাংলাদেশলিড নিউজ

জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরের শেষ সপ্তাহে

এবিএনএ : অক্টোবর মাসের শেষ সপ্তাহেই একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ। তিনি বলেছেন, এ জন্য দেশের ৩শ’ সংসদীয় আসনের ভোটার তালিকা সিডি আকারে প্রস্তুতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, অক্টোবরের শেষে তফসিল ঘোষণা করা হবে। সেজন্য তার আগেই আসনভিত্তিক ভোটার তালিকা করার জন্য মাঠ পর্যায়ের সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। তফসিলের আগেই নির্বাচনের সকল প্রন্তুতি সম্পন্ন করা হবে। তবে কেউ নিজে এসে ভোটার হতে চাইলে তাকে ভোটার করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১০টি, সিলেট ও রাজশাহীর ২টি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

Share this content:

Back to top button