এবিএনএ : যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে তিন ঘন্টা ব্যাপি রুদ্ধদ্বার বৈঠক করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও জন কেরি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের ম্যানহ্যাটান সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর প্রচার করছে এবিএনএ।
বৈঠকের পর কেরি বলেন, পরমাণু সমঝোতা যে ভাবে বাস্তবায়নের কথা ছিল সে ভাবে যেন বাস্তবায়ন হয় এবং সব পক্ষ যেন এর সুফল পায় যে বিষয়ে ইরান ও আমেরিকা সম্মত হয়েছে।
তিন ঘণ্টার এ বৈঠকের পর জারিফ সাংবাদিকদের বলেন, পরমাণু চুক্তি যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় তা নিয়ে বেশির ভাগ আলোচনা হয়েছে। এতে সবপক্ষ বিশেষ করে ইরানের মানুষের বৈধ অধিকার যেন আদায় হয়।
পরমাণু সমঝোতা সঠিকভাবে বাস্তবায়ন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শুক্রবার পর্যন্ত চলবে বলেও জানান তিনি।