এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ভোটে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।
মঙ্গলবার নিউইয়র্ক অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ ওই বাছাইপর্বের ভোট নেয়া হয়। এই জয়ের মধ্য দিয়ে হিলারি ও ট্রাম্প নিজ নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী পদে মনোনয়ন লাভের ক্ষেত্রে আরও এগিয়ে গেলেন। প্রার্থীতা বাছাই পর্বের ৯৫ শতাংশ ভোট এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৬০ শতাংশ জয় ট্রাম্পের। তবে হিলারির জয়ের হার ৫৮ শতাংশের কিছু কম।