এবিএনএ : রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম জামে মসিজদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে (৫০) খুনের ঘটনায় মসজিদের খাদেমসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, মসজিদের অর্থ চুরির ঘটনার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। ঐ মসজিদের নিচ তলার মার্কেটের দোকানের ভাড়ার টাকা বিল্লাল উত্তোলন করতেন। এই টাকা চুরি করতেই বিল্লাল হোসেনকে খুন করা হয়েছে। খুনের পরিকল্পনায় মসজিদের খাদেম হাবিবুর রহমান জড়িত। এর পাশাপাশি মসজিদের ভেতর দুইজন কর্মচারী ও বাইরে থেকে এক ভাড়াটিয়া কিলারকে দিয়ে ৪ এপ্রিল ভোররাতে মসিজদের দোতলার সিঁড়ির কাছে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
নিহত বিল্লাল হোসেনের বাড়ি মানিকগঞ্জে। খুনের ঘটনায় বিল্লাল হোসেনের ছেলে ইয়াসিন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন।
গত ৪ এপ্রিল পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম জামে মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিন বিল্লাল হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।