এ বি এন এ : ভূমধ্যসাগরের সিসিলি প্রণালী থেকে আরও প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ইতালীয় উপকূলরক্ষীরা ৩০টি আলাদা অভিযানে এদের উদ্ধার করেছে। এ নিয়ে গত তিনদিনে উদ্ধার পাওয়া অভিবাসন প্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, কয়েক ডজন নৌকায় চড়ে শরণার্থীরা ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল। এসব নৌকার মধ্যে কয়েকটি রাবারের ডিঙ্গিও ছিল যা দিয়ে উত্তুঙ্গু সাগর পাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। উদ্ধার পাওয়া অভিবাসন প্রত্যাশীদের জাতীয়তা কী তা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। গত রবিবার ভূমধ্যসাগর থেকে ১,১০০ এবং সোমবার আরও ৬,৫০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এটি চলতি বছরে একদিনে শরণার্থী উদ্ধারের অন্যতম বড় ঘ্টনা। অনুকূল আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে নৌকায় সাগর পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের আগমন বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের শুক্রবার প্রকাশ করা তথ্যানুযায়ী, চলতি বছর প্রায় এক লাখ পাঁচ হাজার অভিবাসন প্রত্যাশী নৌকায় সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছে। এদের অধিকাংশই লিবিয়া থেকে যাত্রা করেছে। সংস্থাটি আরও জানায়, এই সময়ে ২,৭২৬ জন পুরুষ, নারী ও শিশু সাগর পাড়ি দেওয়ার চেষ্টাকালে ডুবে মারা গেছে।