এবিএনএ নিউজ: বাগেরহাট জেলার ফকিরহাট থানার পাগলা শ্যামনগর এলাকায় চাদার দাবিতে লাকি বেগমকে মারপিট করে আহত করে তারই চাচাতো ভাই আল মামুন, ও সঙ্গীওরা।
ঘটনার বিবরণে জানা যায় আজ মঙ্গলবার দুপুর ৩ ঘটিকার সময় আল মামুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মরহুম নেয়ামত মেম্বারের মেয়ে লাকী কে বলে বাগেরহাট কোটে তুই মামলা করেছিস মামলার খরচ বাবদ ১ লাখ টাকা চাদা আমাকে দিবি তাহা না হলে এই বাড়ি থাকতে পারবি না, লাকি দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করিলে লাকী কে চুলের মুটকি ধরে এলো পাতারি মারধর করে এবং বলে বাড়ি থেকে নেমে যা নইলে টাকা দে এক পর্যায়ে লাকির চিৎকার এ প্রতিবেশীরা ছুটি আসলে৷
আল মামুন ও সঙ্গীওরা পালিয়ে যায়। উল্লেখ্য যে বাগেরহাট কোটে আল মামুন ও লাকিদের দলিল বাতিলের মামলা চলছে, লাকিরা জমিতে ভোগ দখলে আছে এবং এ ব্যাপারে আদালতে ১৪৪ ধারা জারি আছে। লাকি বেগম ফকিরহাট হাসপাতালে গেলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে ভুক্তভোগী লাকী তাৎক্ষণিক থানায় গেলে ওসি আশরাফুল আলম আলম মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।