খেলাধুলালিড নিউজ

সেরেনাকে হারিয়ে ইতিহাস গড়লেন নাওমি

এবিএনএ: প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম কোনো টুর্নামেন্টের ফাইনালে জাপানের নাওমি ওসাকা। আর প্রথম সুযোগেই বাজিমাত করলেন ২০ বছর বয়সী নাওমি। আমেরিকার ম্যাডিসন কেইসকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন নাওমি। ফাইনালে হারালেন আরেক আমেরিকানকে। টেনিসের ‘রাণী’ সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথম জাপানি হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়লেন নাওমি। সেরেনাকে হারাতে কোনো বেগ পেতে হয়নি তাকে। সরাসরি সেটে জয় পেয়েছেন নাওমি।

২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনাকে ২-৬ এবং ৪-৬ গেমে হারিয়েছেন জাপানি তরুণ তুর্কী। মাত্র এক ঘন্টা ১৯ মিনিটেই শেষ তাদের মহারণ। এদিকে প্রাক্তন নম্বর ওয়ান রানার্সআপ হয়ে বিতর্কে জড়িয়েছেন। ম্যাচ চলাকালিন সময়ে কোচের থেকে ‘পরামর্শ’ নেওয়ার অভিযোগ উঠে সেরেনার বিরুদ্ধে। প্রথমে তাকে সতর্ক করা হয়। পুনরায় একই কাজ করায় আম্পায়ার নাওমিকে পেনাল্টি পয়েন্ট দেন। তাতেই খুব সহজে সেরেনাকে হারিয়ে ইউএস ওপেন জিতে নেন নাওমি।


পেনাল্টি পয়েন্ট দেওয়ার পর আম্পায়ার কার্লোস রামোসকে ‘মিথ্যুক’ এবং ‘চোর’ বলে সম্বোধন করেন সেরেনা। পাশাপাশি ম্যাচ শেষে আম্পায়ারকে কড়া কথা শোনান ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এ তারকা। ৩৬ বছর বয়সী সেরেনা ২০১৪ সালে সবশেষ ইউএস ওপেন জিতেছিলেন। এর আগে ১৯৯৯, ২০০২, ২০১২ এবং ২০১৩ সালে এ শিরোপা জিতেছিলেন মার্কিন তারকা।

Share this content:

Related Articles

Back to top button