এবিএনএ : টানা ২৬ বছর ক্ষমতায় থাকা আলেকজান্ডার লুকাশেঙ্কো গোপনে আবারও বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ায় দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। বুধবার কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গোপনে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে শপথ নেন লুকাশেঙ্কো। এ সময় তিনি সংবিধানে হাত রেখে নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার করেন।
গোপনে শপথ নেয়ায় আবারও রাজপথে নেমে আসে বিক্ষোভকারীরা। বেলারুশের রাজধানী মিনস্কে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। আগস্টের বিতর্কিত নির্বাচনে লুকাশেঙ্কো আবারও বিজয়ী হলে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ হয় বেলারুশে।