এ বি এন এ : মুক্তি পেল যৌথ প্রযোজনার ‘ছেড়ে যাস না’ ছবির আইটেম গান ‘প্রেম রসিকা’। গতকাল রবিবার ইউটিউবে মুক্তি পাওয়া এই গানে ফেরদৌসের সঙ্গে আইটেম গার্ল হিসেবে নাচতে দেখা গেল জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী নিপুনকে। দর্শকের মন কাড়তে আইটেম গানে উষ্ণতার ঢেউ তুলেছেন সাহসি অভিনেত্রী নিপুন। আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে ছবিটি। এর আগেই মুক্তি দেওয়া হলো আইটেম গানটি। ছবিটিতে ফেরদৌসের বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা রূপসাকে। ‘ছেড়ে যাস না’ ছবির গল্প লিখেছেন তপন সাহা, চিত্রনাট্য করেছেন সৌমিত্র ব্যানার্জি। বাংলাদেশের ‘ইচ্ছেমত’ ও কলকাতার ‘শুভলগ্ন ফিল্মস’ যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। নঈম ইমতিয়াজ নেয়ামুলের সঙ্গে পরিচালক হিসেবে কাজ করেছেন কলকাতার তপন চক্রবর্তী। ফেরদৌস জানান, কলকাতার পর বাংলাদেশেও মুক্তি দেওয়া হবে ছবিটি। দুর্গাপূজার আগেই এটি মুক্তি দেওয়া হতে পারে।
ভিডিও: