এ বি এন এ : পপ গায়িকা টেলর সুইফট আর হলিউড অভিনেতা টম হিডলস্টোন খুব অল্প সময়ের মধ্যেই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন। সাবেক প্রেমিক কেলভিন হ্যারিসের সঙ্গে ছাড়াছাড়ি হতে না হতেই টমের সঙ্গে টেলরের প্রকাশ্যে এত অন্তরঙ্গতা অনেকেরই চোখে লেগেছিল। কিন্তু মাত্র তিন মাসের ব্যবধানে টমও এখন সাবেকের তালিকায়। ২৬ বছর বয়সী এই গায়িকার ঘনিষ্ঠ একটি সূত্র সম্প্রতি পিপল ম্যাগাজিনকে এই খবর নিশ্চিত করেছেন।