এবিএনএ : পায়ের তলায় স্বস্তিক চিহ্নের ট্যটু এঁকে বিপাকে পড়েছেন বলিউডের সেনসেশন তারকা সোফিয়া হায়াত। এই কারণে ইতিমধ্যে তার বিরুদ্ধে মুম্বাইয়ের আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন আসাদ পটেল নামে এক আরটিআই অ্যাক্টিভিস্ট।
পরে আসাদ টুইট করেন, ‘‘সোফিয়া কি হিন্দু আর মুসলিম ধর্ম নিয়ে মজা করছেন? আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছি। ’’ অভিযোগ পত্রে বলা হয়েছে, এ কাজ করে সোফিয়া সাধারণ মানুষের শান্তি নষ্ট করছেন।
ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন সোফিয়াও। তাঁর কথায়, ‘‘আমাকে বিচার করার ক্ষমতা কারও নেই। আমি মনে করি পা-ও দেহের অন্য যে কোন অংশের মতোই পবিত্র। তাই স্বস্তিক চিহ্নের ট্যাটু পায়েই করিয়েছি। ”