এ বি এন এ : চীনে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছে। বন্যার জলে ঘরবাড়ি ভেসে যাওয়ায় উপদ্রুত এলাকাগুলো থেকে লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ।
হেনানের প্রাদেশিক সরকার সিনহুয়াকে জানিয়েছে, অবিরত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার জলে ডুবে ওই প্রদেশের ১৫ জন বাসিন্দা প্রাণ হারিয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরো আটজন। এছাড়া বৃষ্টি ও ঝড়োহাওয়ার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে ওই অঞ্চলের ৭২ লাখ মানুষ। নষ্ট হয়েছে ১৮ হাজারের মত ঘরবাড়ি।
বন্যায় হেবেই প্রদেশে মারা গেছে আরো ৯ জন। এছাড়া নিখোঁজ হয়েছে ওই এলাকার ১১ বাসিন্দা। হেবেই প্রদেশের বন্যা আক্রান্ত এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৯০ লাখ মানুষকে।
মাত্র দুদিন আগে মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় চীনের বিভিন্ন এলাকায় ২ শতাধিক মানুষের মৃত্যুর খবর জানিয়েছিল সিনহুয়া।