,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

গরিব কৃষকের শ্রম থেকেই বেতন-ভাতা আসে : প্রধানমন্ত্রী

এ বি এন এ : সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জনপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জনপ্রশাসন পদক-২০১৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। দেশের উন্নয়ন প্রক্রিয়া তরান্বিত করতে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ”শুধু চাকরির স্বার্থে চাকরি করবেন না। মনে রাখবেন- জনগণের সেবা করাই আমাদের প্রকৃত দায়িত্ব। কারণ বেতন-ভাতা যা কিছু আসে, এই গরিব কৃষকের শ্রম থেকেই।” তিনি বলেন, ”লাখো শহীদ এ দেশের জন্য জীবন দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশটাকে একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যেতে চাই। আমরা (রাজনীতিবিদ) যেমন মানুষের সেবক, তেমন প্রজাতন্ত্রের কর্মচারীদেরও মানুষের সেবক হিসেবে কাজ করতে হবে।” দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ”এই উন্নয়ন কাজে প্রশাসনের প্রত্যেকের কাছে সহযোগিতা পেয়েছি। আপনারা প্রত্যেকে আন্তরিকভাবে কাজ করেছেন বলেই সরকার প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পেরেছে।” তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ”আপনারা স্ব স্ব পদে যথাযথ দায়িত্ব পালন করছেন বলেই দেশের এত উন্নয়ন সম্ভব হয়েছে।” বিএনপি-জামায়াতের সময়ের নেতিবাচক স্মৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ”হঠাৎ টেলিভিশনে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি হলে, নিজের ব্যক্তিস্বার্থ সিদ্ধির কাজ ও ক্ষমতা কুক্ষিগত করাই লক্ষ্য থাকে। এমন ভাগ্য বাংলাদেশের বরণ করতে হয়েছে।” তিনি বলেন, ” ছাড়া আমাদের আগের সরকারের আমলে নানা জঙ্গি তৎপরতা বাংলাদেশে হয়েছে। এমপি হত্যা, সারা দেশে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা করা হয়েছে। তখন দলীয়করণ, দুর্নীতি-দুঃশাসন ছিল। কখন কার চাকরি যায়, কি হয় একটা আতঙ্ক ছিল সবার মাঝে।” শেখ হাসিনা বলেন, ”আমরা সরকার গঠন করে একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়ন করেছি, তেমনি প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ করেছি। আর ব্যাপক পদোন্নতি দিয়েছি। দেশের ইতিহাসে এত পদোন্নতি আগে কখনও হয়নি।” তিনি বলেন, ”আমরা চাই সরকারের নেওয়া প্রকল্প বাস্তবায়ন হোক। কারণ আমরা ৫ বছরের জন্য নির্বাচিত হয়ে আসি। এ জন্য হাতে নেওয়া কাজগুলো যাতে হয়, সে জন্য তাগাদা থাকে। না হয় অন্য সরকার এসে এগুলো বন্ধ করে দেয়।” প্রধানমন্ত্রী বলেন, ”সরকারি চাকরিজীবীদের ১৮৪ ভাগ বেতন বৃদ্ধি করে দিয়েছি। কারণ সবারই সম্মানজনক জীবন যাপন করার আশা থাকে, যেন স্বচ্ছলভাবে চলা ও বৃদ্ধ বাবা-মাকে দেখতে পারে। আমাদের কাজগুলো এগিয়ে নিতে যেন উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়, সেটাই আমাদের লক্ষ্য।” বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মকর্তাদের হাতে জনপ্রশাসন পদক তুলে দেন। বাংলাদেশে প্রথমবারের মতো জনপ্রশাসন পদক পাচ্ছেন ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। কর্মকর্তা-কর্মচারীদের সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রম উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে এ জনপ্রশাসন পদক প্রবর্তন করেন।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited