এবিএনএ : ঐশ্বরিয়া রাইয়ের গুণমুগ্ধের সংখ্যা কম নয়। যেখানেই তিনি যান, সেখানেই ভক্তরা তাকে ঘিরে ধরেন।
কিন্তু ইদানীং অবশ্য ঐশ্বরিয়া রাইকে নিয়ে কম জল্পনা হয়নি। তিনি নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। তার সঙ্গে নাকি বচ্চন পরিবারের বনিবনা হচ্ছে না।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কপূরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের পরেই নাকি দূরত্ব তৈরি হচ্ছে ঐশ্বরিয়া রাই ও স্বামী অভিষেক বচ্চনের। এরকম কত কী শোনা যায়। যার সবটা সত্যি নয়। অবশ্য সেলিব্রেটিদের নিয়ে এমন গসিপ হয়েই থাকে। এর মধ্যে নতুনত্ব আর কী!
এ হেন ঐশ্বরিয়া রাই বহুবার পোশাক বিড়ম্বনার মুখোমুখি হয়েছিলেন। এমন সব পোশাক পরে ক্যামেরার সামনে এসেছিলেন, যা গ্রহণযোগ্য নয়। ঐশ্বরিয়ার সেই সমস্ত পোশাক দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। অনেকেই বুঝে উঠতে পারেননি এই ঐশ্বরিয়া রাই কীভাবে বিশ্বসুন্দরী হন!
অনেকে বলেছেন, এই নাকি বিশ্বসুন্দরী! পোশাকের সঙ্গে যায় না এমন সব জিনিস হাতে নিয়েও ছবি তুলেছেন। গলায় এমন অলংকার পরে ছবি তুলেছেন, যা দেখে অনেকেই ঐশ্বরিয়াকে বলেছিলেন, নতুন বাপ্পি লাহিড়ি। কালো পোশাক পরিহিতা ঐশ্বরিয়ার হাতে সাদা পার্স। তা নিয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী।
অবশ্য এখন ঐশ্বরিয়া রাই অনেক পরিণত। মেয়ে আরাধ্যাকে নিয়ে দেখা যায় তাকে। টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে বেশ ভদ্রস্থ পোশাকেই দেখা যায় ঐশ্বরিয়াকে। তাহলে কি তিনি নিজেকে এখন অনেক বদলেছেন। হয়তো তাই। বয়স মানুষকে অনেক কিছু শেখায়।