আন্তর্জাতিক

ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৬

এবিএনএ : ইকুয়েডরে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পরে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৬ হয়েছে। দেশটির প্রেসিডেন্ট কোরিয়া জানিয়েছেন এখনো ১৩০ জন মানুষ নিখোঁজ রয়েছে।

১৬ এপ্রিল ইকুয়েডরের উপকূলে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সাত দশকে ইকুয়েডরে সবচেয়ে ভয়াবহ এই বিপর্যয়ে অসংখ্য মানুষ আহত হয় এবং অনেক শহর ধ্বংস হয়ে যায়। ইকুয়েডরের প্রেসিডেন্ট নিহতদের স্মরণে আট দিনের জাতীয় শোক পালন করার ঘোষণা দিয়েছেন।

এই ভূমিকম্পকে জাতীয় ট্র্যাজেডি উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, আমাদের জন্মভূমির এখন দুঃখের দিন। দেশ এখন সংকটে আছে। ২৭ টি দেশ থেকে উদ্ধারকর্মী ইকুয়েডরে গেছে। তাদের প্রশংসা করে কোরিয়া বলেন, ১১৩ জনকে ধ্বংস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button