এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনে থাকা ডোনাল্ড ট্রাম্প এবার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। তিনি হিলারিকে ‘অসৎ’ বলে মন্তব্য করেন।
মাত্র একদিন আগে দলের সিনিয়র নেতাদের গোপন বৈঠকে তার সহযোগী জানিয়েছিলেন, ট্রাম্প তার ভাবমূর্তিতে পরিবর্তন আনবেন। অথচ তিনি বিরোধী দলীয় প্রার্থীকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করলেন। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প। গতকাল শনিবার এই সাক্ষাত্কারটি প্রচার করা হয়। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভারতীয় কল সেন্টার নিয়েও বিরূপ মন্তব্য করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যদি প্রেসিডেন্টও হই তাহলেও মানুষ বিরক্ত হবে। তিনি বলেন, তিনি এজন্য দুশ্চিন্তা করেন যে সমর্থকরা নির্বাচনে অবহেলা করতে পারে বা তাদের মধ্যে অলসতা আসতে পারে। ট্রাম্প বলেন, হিলারি ক্লিনটন এমন একজন ব্যক্তি যার অনেক অনেক খুঁত আছে। হিলারি সম্ভবত নারীদের সবচেয়ে খারাপ প্রতিনিধি। ট্রাম্প মূলত এই সাক্ষাত্কারে প্রাইমারি নির্বাচন থেকে সরিয়ে ৮ নভেম্বরের চূড়ান্ত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলেন। ট্রাম্প আরো বলেন, হিলারি মূলত নারীদের ব্যবহার করতে চাইছেন। তাকে আমরা অসৎ হিলারি বলি। কারণ তিনি অসৎ মানুষ। তিনি সবসময়ই অসৎ। পেনসিলভানিয়ায় এক সমাবেশে হিলারির কাছে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি।
ডেলাওয়ারে এক ভাষণে ট্রাম্প বলেন, ক্রেডিট কার্ড সংস্থার কাস্টমার কেয়ারে কথা বলতে গেলেই ফোন ধরেন ভারতের কোনও কল সেন্টার কর্মী। ট্রাম্প বলেন, এই কথা সত্যি কিনা আমি পরীক্ষা করতে চাইছিলাম। আমি ফোন করলাম, আমার কার্ডের ব্যাপারে কথা বললাম। শেষে জিজ্ঞাসা করলাম, আপনি কোন দেশের?’ এরপরই ভারতীয় কল সেন্টার কর্মীকে নকল করে ট্রাম্প বলেন, কল সেন্টার কর্মী বললেন, আমরা ভারতের। আমি বললাম, ঠিক আছে। খুব ভালো। এটাই শুনতে চেয়েছিলাম। ফোন কীভাবে কাটলেন, সেটাও নিজের ভাষণে অভিনয় করে দেখান ট্রাম্প।