এ বি এন এ : বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ এরশাদের জাতীয় পার্টি এবং তথ্যমন্ত্রী ইনুর জাসদকে ছাড়লেও তাদের সাথে কোনো জাতীয় ঐক্য হবে না। কারণ তাদের সাথে জাতীয় ঐক্য করার অর্থ হল জঙ্গিবাদকে উসকে দেওয়া।
জঙ্গিবাদের উত্থান আ.লীগ ও জাসদের যৌথ প্রযোজনায় উল্লেখ করে তিনি বলেন, ‘আ.লীগ সৃষ্টি করেছিল রক্ষীবাহিনী আর জাসদ করেছিল গণবাহিনী। এতে বোঝা যায় জঙ্গিবাদের কারিগর তারাই।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘শেখ মুজিব হত্যাকাণ্ডে আওয়ামী লীগের নেতা-কর্মীরাই জড়িত।’
একই আলোচনা সভায় লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘জঙ্গিবাদ আওয়ামী লীগের সৃষ্টি এবং সন্ত্রাসবাদ ছাত্রলীগের সৃষ্টি। তাই বর্তমান সরকারের পতন ছাড়া এগুলো নির্মূল করা সম্ভব নয়।’
আয়োজক সংগঠনের সভাপতি মো. গিয়াস উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।