এবিএনএ : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আশা করি যারা বিতর্কের ঊর্ধ্বে থাকবেন, রাষ্ট্রপতি তাদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন। নতুন নির্বাচন কমিশন (ইসি) বিতর্কের ঊর্ধ্বে থাকবে।
সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে মাসিকসভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সার্চ কমিটিকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির কাছে পাঁচ সদস্যের নাম চাওয়া হয়েছিল। আমরা রাষ্ট্রপতির কাছে সে নাম জমা দিয়েছি।’ তিনি আরো বলেন, ‘কাজী রকিবউদ্দীন আহমদের নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন কমিশন। এ ধরনের নির্বাচন কমিশন আমরা চাই না।। রাষ্ট্রপতি এমন নির্বাচন কমিশন উপহার দেবেন, যে কমিশনের মেরুদণ্ড রয়েছে। যারা নিরপেক্ষভাবে দলমতের ঊর্ধ্বে থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে সকলের আস্থা অর্জন করতে পারবেন।’
জাপা চেয়ারম্যান সাংবাদিকদের আরো বলেন, কোনো কিছু গঠন করা হলেই আমাদের স্বভাব হলো সমালোচনা করা। ভালো-মন্দ না বুঝেই সমালোচনা করি। এ স্বভাব থেকে বের হয়ে আসতে হবে। ভালোকে ভালো বলার অভ্যাস থাকতে হবে। তা না হলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘সমালোচনা হবে গঠনমূলক, ঢালাও সমালোচনার অভ্যাস ত্যাগ করতে হবে।’
হাসপাতালের মাসিক এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. অজয় রায়, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনিমেষ মজুমদার, ডা. নুরুন্নবী লাইজু, ডা. মোবাশ্বের আলম, ডা. শহিদুল ইসলাম সুগম, ডা. গোলজার হোসেনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা।