লিড নিউজশিক্ষা

ঈদ ছুটির কারণে ১৭ ও ২৪ মে খোলা থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

সাপ্তাহিক ছুটি হলেও ঈদুল আজহার আগে শিক্ষা ও অফিস কার্যক্রম চলমান রাখতে বিশেষ নির্দেশনা

এবিএনএ:  আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১৭ ২৪ মে—যা সাধারণত সাপ্তাহিক ছুটির দিন শনিবার—সেসব দিন সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ঈদের ছুটি নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য ১১ ১২ জুন (বুধবার বৃহস্পতিবার) সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে ১৭ ২৪ মে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগের সেবা শাখার সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব। তিনি বলেন, “সাপ্তাহিক ছুটির দিন হলেও দুই শনিবার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা-সংশ্লিষ্ট অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

এই সিদ্ধান্তের আওতায় শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, বরং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি দপ্তরগুলোও ১৭ ২৪ মে খোলা থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে এই নির্দেশ অনুসারে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এতে করে ঈদের পূর্ববর্তী দাপ্তরিক কার্যক্রম বিঘ্নিত হবে না বলে আশা করা হচ্ছে।

Back to top button