এবিএনএ : মার্কিন সেনাবাহিনী আইসল্যান্ড এবং নেদারল্যান্ডে ১২টি এফ-১৫সি জঙ্গিবিমান এবং প্রায় সাড়ে ৩০০ সেনা মোতায়েন করেছে। ইউরোপে রাশিয়ার কথিত আগ্রাসন ঠেকানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
আইসল্যান্ডে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর এসব সেনা ন্যাটোর নজরদারি মিশনে অংশ নেবে। আর নেদারল্যান্ডে উড্ডয়ন প্রশিক্ষণ দেবে মার্কিন বিমান বাহিনী। ইউরোপীয় দেশগুলোর বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে মার্কিন বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়েছে। মার্কিন এ বাহিনী ইউরোপে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে।
শীতল যুদ্ধের সময় আইসল্যান্ডে মার্কিন বিমান ঘাঁটি থাকলেও ২০০৬ সালে তা বন্ধ করে দেয়া হয়েছিল।