খেলাধুলা

২৮৩ রানও থামাতে পারল না যুব টাইগারদের, আফগানিস্তানকে হারিয়ে দাপুটে শুরু

জাওয়াদ আবরার ও রিফাত বেগের দুর্দান্ত ব্যাটিংয়ে যুব এশিয়া কাপে প্রথম ম্যাচেই ৩ উইকেটের জয় বাংলাদেশের।

এবিএনএ:  বিশাল লক্ষ্য দেখেও ভীত না হয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট হাতে জাওয়াদ আবরার ও রিফাত বেগের দুর্দান্ত পারফরম্যান্সে যুব এশিয়া কাপে প্রথম ম্যাচেই জয় দিয়ে অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে তোলে ২৮৩ রান। ওপেনার উসমান সাদান ও তিন নম্বরে নামা ফয়সালের ব্যাটে বড় সংগ্রহের ভিত গড়ে তারা। ফয়সাল ৯৪ বল মোকাবিলা করে ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল চার ও ছক্কার দারুণ মিশেল। মিডল অর্ডারে উজাইরুল্লাহ নিয়াজাই ও আজিজুল্লাহ মিয়াখিল প্রয়োজনীয় রান যোগ করেন।

বাংলাদেশের পক্ষে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ—দুজনেই নেন ২টি করে উইকেট। অন্যরা একটি করে উইকেট ভাগ করে নেন।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। উদ্বোধনী জুটিতে আসে ১৫১ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রিফাত ৬৮ বলে ৬২ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন জাওয়াদ। সেঞ্চুরির খুব কাছে গিয়ে থামতে হয় তাকে—১১২ বলে ৯৬ রান করে ফেরেন তিনি।

এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি ম্যাচের লাগাম ধরেন। চাপের মধ্যেও তারা দলের স্কোর এগিয়ে নেন। শেষ দিকে কয়েকটি উইকেট পড়লেও শেখ পারভেজ জীবন ও শাহরিয়ার আহমেদের ব্যাটে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছে যুব টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button