আমেরিকা

নিউইয়র্কে ডেমোক্র্যাট মেয়র নির্বাচিত হলে তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

কমিউনিস্ট অভিযোগে জোহরান মামদানিকে আক্রমণ, জয়ী হলে ফেডারেল তহবিল বন্ধের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

এবিএনএ: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিউইয়র্ক সিটির সম্ভাব্য মেয়র নির্বাচনের প্রেক্ষাপটে ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, যদি ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি মেয়র নির্বাচিত হন এবং ‘উপযুক্ত আচরণ’ না করেন, তবে নিউইয়র্ক আর কেন্দ্রীয় সরকারের অর্থ পাবে না।

ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মামদানি জিতলে তা হবে অবিশ্বাস্য ঘটনা। কারণ তিনি প্রকৃত অর্থে একজন কমিউনিস্ট। আমি আগেই বলে রাখছি—যদি তিনি মেয়র হন, তবে আমাকে প্রেসিডেন্ট হিসেবে সিদ্ধান্ত নিতে হবে যাতে নিউইয়র্ক কোনও অর্থ না পায়।”

তবে ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মামদানি। এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, “আমি স্পষ্ট করে বলছি, আমি কোনোভাবেই কমিউনিস্ট নই। ট্রাম্প আমার পরিচয়, চেহারা এবং উচ্চারণ নিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন। তিনি চান আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই।”

মামদানি আরও বলেন, “আমি মার্টিন লুথার কিং জুনিয়রের আদর্শে বিশ্বাস করি। নিউইয়র্কের ভবিষ্যতের জন্য লড়াই করছি এবং কোনও হুমকি আমাকে থামাতে পারবে না।”

উল্লেখ্য, মামদানি ধনীদের উপর কর বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, “প্রত্যেকের বিলিয়নিয়ার হওয়ার দরকার নেই।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে মামদানির ভাবমূর্তি ক্ষুন্ন করতে তাকে ‘কমিউনিস্ট উন্মাদ’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

সরকারি তথ্য অনুযায়ী, নিউইয়র্কে গত এক বছরে ফেডারেল সরকার ১০০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছে। তাই এমন হুমকি নগরবাসীর মধ্যে নতুন উদ্বেগের সৃষ্টি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button