

এবিএনএ: মানবতাবিরোধী অপরাধের একটি আলোচিত মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের অনুরোধ করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বিচারাধীন এই মামলাটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার সুপ্রিমকোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। এতে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সেনা সদস্য নিয়োগ করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ প্রকাশ পাওয়ার পরও একই ধরনের অনুরোধ পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী ওইদিন সুপ্রিমকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
দেশের সামগ্রিক পরিস্থিতি ও মামলাটির সংবেদনশীলতার কারণে আদালতপাড়ায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি রয়েছে বলে মনে করছে সুপ্রিমকোর্ট প্রশাসন। এ কারণে ঢাকাসহ চারটি জেলায় অতিরিক্ত বিজিবি সদস্যও মোতায়েন করা হয়েছে, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলার প্রধান আসামি শেখ হাসিনার পাশাপাশি আরও দুজন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন এ মামলায় ‘অ্যাপ্রুভার’ হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।




