বরিশালে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার, হত্যা মামলার অভিযোগে ঢাকায় নেয়া হচ্ছে
সিআইডির বিশেষ অভিযানে বরিশাল থেকে গ্রেপ্তার হন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। যাত্রাবাড়ী হত্যা মামলায় তিনি ১১ নম্বর আসামি।


এবিএনএ: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল নগরীর বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় আসামি হিসেবে থাকা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।
উক্ত মামলাটি ২০২৪ সালের ১ সেপ্টেম্বর দায়ের করা হয়, যেখানে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি। একই মামলায় শেখ হাসিনার নামও রয়েছে।
এর আগে, গত ১৭ আগস্ট যাত্রাবাড়ী থানার সেই হত্যা মামলায় তৌহিদের বাবা নাসির উদ্দিন সাথীকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেওয়া হয়।
তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের দাবিতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) সরকারকে আলটিমেটাম দিয়েছিল। সংগঠনটির দাবি ছিল, আফ্রিদি কেবল বর্তমান সরকারের সময়েই নয়, ১৫ আগস্ট আওয়ামী লীগের প্রচারণায়ও অর্থায়নের সঙ্গে যুক্ত ছিলেন।
জেআরএ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৬ ঘণ্টার মধ্যে আফ্রিদিকে গ্রেপ্তার করতে হবে। অবশেষে আজ রাতে সিআইডির বিশেষ অভিযানে তার গ্রেপ্তার নিশ্চিত হলো।